ভারতীয় সেনায় শর্ট সার্ভিস কমিশনে চাকরির সুযোগ, মোট 381 শূন্যপদে নিয়োগ করা হবে


ভারতের গৌরবময় ইতিহাসে, সাহসী সৈন্যদের অবদান অনন্য। দেশের সীমান্ত রক্ষা থেকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, প্রতিটি ক্ষেত্রেই ভারতীয় সেনাবাহিনী নিজেদের দক্ষতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে। আর এবার আপনারও জন্যও সুযোগ এসেছে দেশের সেবা করার।

যুগ যুগ ধরে ভারতীয় সেনাবাহিনী দেশের সীমান্ত রক্ষা করেছে অগণিত শত্রুর হাত থেকে। এই গৌরবময় ইতিহাসে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে প্রযুক্তির শক্তি। দেশের বিভিন্ন প্রতিকূল পরিবেশে, উঁচু পাহাড় থেকে ঘন জঙ্গলে, সেতু নির্মাণ থেকে ব্লেকআউট মোকাবিলা প্রতিটি কাজে ইঞ্জিনিয়ারদের দক্ষ হাত ও বুদ্ধির ঝলকানি। আজ দেশের সেই রক্ষাকবচ আরো শক্তিশালী করতে ভারতীয় সেনাবাহিনী আহ্বান করছে দেশের মেধাবী ইঞ্জিনিয়ারদের।

ভারতীয় সেনায় শর্ট সার্ভিস কমিশনের এই নিয়োগ প্রক্রিয়াটি দেশের প্রতি মেধাবী ইঞ্জিনিয়ারের জন্য একটি অনন্য সুযোগ। এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানবো শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে।

পদের নাম সহ শূন্যপদের বিবরণঃ

শূন্যপদের বিবরণ অনুযায়ী, মোট 381 জন ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা হবে। এর মধ্যে টেকনিক্যাল পদে 296 জন এবং নন-টেকনিক্যাল পদে 85 জন। টেকনিক্যাল পদের মধ্যে আবার বিভিন্ন ট্রেডের শূন্যপদ রয়েছে। যেমন:
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (126)
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (72)
  • সিভিল ইঞ্জিনিয়ারিং (42)
  • কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (48)
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (10)
  • মেটালার্জি ইঞ্জিনিয়ারিং (12)
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (6)
  • কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (10)
  • ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (20)

বেতন কাঠামোঃ

প্রশিক্ষণকালীন প্রতি মাসে 56 হাজার 100 টাকা করে বৃত্তি পাবেন প্রার্থীরা। প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদে কর্মজীবন শুরু করবেন তাঁরা। তখনও বেতন বাবদ মাসে পাবেন 56 হাজার 100 টাকা। যা পরবর্তীকালে বেড়ে 1 লাখ 77 হাজার 500 টাকা পর্যন্ত পৌঁছবে।

শিক্ষাগত যোগ্যতাঃ

উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ের শেষ সেমিস্টারের পরীক্ষা এমন প্রার্থীরাও এতে আবেদন করতে পারবেন। তবে চলতি বছরের পয়লা অক্টোবরের মধ্যে সমস্ত সেমেস্টারের মার্কশিট জমা করতে হবে।

বয়সসীমাঃ

শর্ট সার্ভিস টেক ও নন টেক পদে আবেদনের ক্ষেত্রে 20 থেকে 27 বছরের মধ্যে আবেদন করতে হবে। বিধবা মহিলারা 35 বছর বয়স পর্যন্ত এতে আবেদন করতে পারবেন। চলতি বছরের পয়লা অক্টোবর পর্যন্ত তাঁদের বয়স হিসেব করা হবে। আবেদনের সময় বয়সের প্রমাণপত্র জমা করতে হবে।

নিয়োগ প্রক্রিয়াঃ

নিয়োগ প্রক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে শারীরিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়াঃ

  • প্রথমে joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করুন।
  • নিবন্ধন শেষে আপনার ড্যাশবোর্ডে লগ ইন করুন।
  • এরপরে "Current Opportunities" সেকশনে গিয়ে "Short Service Commission (Tech/Non-Tech)" অপশনটি খুঁজুন।
  • নির্দেশাবলী অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করুন।
  • শিক্ষাগত সনদের স্ক্যান করা কপি, বয়স প্রমাণপত্র, স্বাস্থ্য সনদপত্র ইত্যাদি আপলোড করুন।
  • শেষে আবেদন ফি জমা করে আবেদন প্রক্রিয়া শেষ করুন।
নবীনতর পূর্বতন